আমাদের সম্পর্কে

MISUN Academy একটি উদ্ভাবনী ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, যা ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য—বাংলাদেশসহ বিশ্বের যে কোনো প্রান্তে থাকা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল স্কিল (যেমন: গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং ইত্যাদি) শেখার সুযোগ করে দেওয়া। আমরা বিশ্বাস করি, প্রত্যেকের মধ্যেই সৃজনশীলতা আছে—সঠিক দিকনির্দেশনা আর প্র্যাকটিক্যাল স্কিল শেখার মাধ্যমে সেই প্রতিভা জাগ্রত করা সম্ভব। MISUN Academy সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

Our Mission

Skill First, Career Next.

আমাদের মিশন হলো:

  • বাংলাদেশের যুব সমাজকে আন্তর্জাতিক মানের ডিজিটাল দক্ষতা শেখানো।
  • বাস্তব ভিত্তিক (hands-on) শেখার অভিজ্ঞতা প্রদান করা।
  • ফ্রিল্যান্সিং ও রিমোট ক্যারিয়ার গড়ার জন্য আত্মবিশ্বাসী করে তোলা।
  • প্রযুক্তি নির্ভর একটি আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলা।

Our Vission

আমাদের ভিশন হলো:

সবার জন্য সাশ্রয়ী, মানসম্মত এবং প্রাসঙ্গিক ডিজিটাল শিক্ষা নিশ্চিত করা, যা তাদের একটি স্বাধীন ও আত্মনির্ভরশীল জীবনের দিকে এগিয়ে নিতে পারে।

আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে শেখা মানেই শুধু সার্টিফিকেট নয়, বরং বাস্তবে কাজ করার দক্ষতা অর্জন।

Meet Our Team

ডিজিটাল শিক্ষার রূপান্তরের পেছনে MISUN Academy'র প্রতিভাবান টিমের সদস্যরা

Mithun Sarkar

Mithun Sarkar

FOUNDER & CEO

MISUN Academy

Debbroto Biswas

Debbroto Biswas

Senior DSMC

MISUN Academy

Nurnobi Hossen Shagor

Nurnobi Hossen Shagor

DSMC

MISUN Academy